Thursday 27 February 2014

দরুদ শরীফের ফযিলত

নবী করিম(দঃ) ইরশাদ করেন,
আল্লাহ তা আলার একটি ফিরিশতা রয়েছে যার, একটা বাহু পুবে অপরটি পশিচমে, যখন কোন ব্যক্তি মহব্বত সহকারে আমার উপর দারুদ শরিফ পড়ে,তখন সেই ফিরিশতা পানিতে ডুব দিয়ে আপন পাখা ঝাড়তে থাকে। আল্লাহ পাক তার পাখা হতে তপকে পড়া প্রতিটি পানির ফোটা হতে এক একটি।ফিরিশতা সৃষ্টি করেন।সে ফিরিশ্তারা কিয়ামত পযন্ত ঐ দারুদ পাঠকারীর জন্য কমা প্রাথনা করেতে থাকে।
( আবু দাউদ শরীফ )

No comments:

Post a Comment