Friday 28 February 2014

করবানির পূর্ণতা


আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বতা
লেন, নবী করীম (সাঃ) বলেছেন,
"যে ব্যক্তি সালাত আদায়ের আগে যবেহ্ করল সে যেন নিজের জন্যই যবেহ্ করল। আর যে ব্যক্তি সালাত আদায়ের পর যবেহ্ করল, তার কুরবানী পূর্ণ হলো এবং সে মুসলমানদের নীতি অনুসরণ করল।"

~(বুখারী ৯ম খণ্ড, অধ্যায় কুরবানী, পৃষ্ঠা: ১৯৬)

No comments:

Post a Comment