Monday 24 February 2014

বিপদ থেকে রক্ষা পওয়ার মূল্যবান দরুদ শরীফ

শায়খ সালেহ মুসা‬ (রা:) বলেন,”আমি্ একদা নৌকায়
চড়িয়া সমুদ্রপথে সফর করিতেছিলাম।এমন সময় হঠাৎ 
প্রচন্ড ঝড় উঠিল।নৌকায় সমস্ত আরোহীগণ প্রাণ ভয়ে
অস্থির হইয়া উঠিল।আমার কিন্ত এই বিপদকালেও কিছু
তন্দ্রবোধ হইল।সেই অবন্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তায়ালা
আলাইহি ওয়া আলিহী ওয়া বারাকা ওয়া সাল্লামাকে স্বপ্নে
দেখিলাম।তিনি বলিলেন,নৌকায় সমস্ত যাত্রীকে
১০০০বার এই দরুদ শরীফ পাঠ করিতে বল।”
আমার তন্দ্রা ছিটিয়া গেল।অমনি আমি সবাইকে
আমার সপ্নের সংবাদ জানাইয়া ঐ দরুদ শরীফ
পড়িতে বলিলাম,আমাদের সকলের প্রায় ৩০০ বার
পড়া হইয়াছে এমন সময় দেখা গেল যে,ঝড় কাটিয়া
গিয়াছে।এবং সমস্ত দু:খের অবসান ঘটিয়াছে।
(হাছান ইবনে আলী উসওয়ানী (রা:) বলেন,
”এই দরুদ শরীফ এক হাজার বার পাঠ করা
প্রত্যেক আপদ বিপদ দূর করিবার জন্য যথেষ্ট)
দরুদ শরীফটি এই:-
আল্লহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদিন ওয়া
আলা আ’লি সাইয়িদিনা মুহাম্মদিন সালাতান তুনাজ্জিনা
বিহা মিন জামীয়িল ওয়াল আ’ফাতি ওয়াতাক্বদীলানা বিহা
জামীয়াল বিহা জামীয়াল হাজাতি ওয়া তুত্বাহহিরুনা বিহা
মিন জামীয়িস্ সাইয়েয়াত ওয়া তারফাউনা বিহা ইনদাকা
আ’লাদদারাজাত ওয়াতুবাল্লিগুনা বিহা আক্বসাল গায়’তি
মিন জামীয়িল খায়রাত ফিল হায়ারাত ফিল হায়াত বা’দাল মামাত।
(আল্লামা ফাকিহানী তদীয় কিতাব আল ফজনুল মুনীরে বর্ণনা করেন)

No comments:

Post a Comment