Thursday 27 February 2014

রাসূলুল্লাহ (দ:) এর পিতৃ পুরুষের বংশ পরিচয়

১. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম,
২. খাজা আব্দুল্লাহ ,
৩. খাজা আব্দুল মুত্তালিব
৪. হাশিম,
৫. আবদে মানাফ,
৬. কুসাই,
৭. কিলাব,
৮. মুররা,
৯. কা’আব,
১০. লুয়াই
১১. গালিব,
১২. ফিহর (এই ফিহরের নাম কুরাইশ),
১৩. মালিক,
১৪. নযর,
১৫. কিনানা
১৬. খুযাইমা, 

১৭. মুদরিকা, 
১৮. ইলিয়াস, 
১৯. মুযার, 
২০. নযার, 
২১. মাআদ, 
22
. আদনান

বংশতালিকার এই পর্যন্তের মধ্যে কোন ঐতিহাসিকের মতভেদ নেই। এ আদনান নিঃসন্দেহে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর।
--- সুবানাল্লাহ ---

No comments:

Post a Comment