Thursday 27 February 2014

নূর নবীর কারনে সকল কিছুই সৃষ্টি

আল্লাহ পাক বলেনঃ
হে আদম তোমার মাথা উঠাও , তিনি তাঁর মাথা উঠালে আরশের চৌকটের উপরে নূরে মুহাম্মাদী (দ:) দেখেন । তখন তিনি বলেনঃ
হে আল্লাহ এটা কিসের নূর? আল্লাহ পাক বলেন এটা তোমার বংশধর হতে একজন নবীর নূর । (যিনি) আসমানে আহমদ এবং জমিনে (পৃথিবীতে) মুহাম্মদ (দ:) নামে যার পরিচয় হবে। আর আমি যদি এই নূর (মুহাম্মদ (দ:) ) সৃষ্টি না করতাম ,তাহলে আমি তোমাকেও সৃষ্টি করতাম না এবং আসমান জমিন কিছুই সৃষ্টি করতাম না ।

[ "মাওয়াহেবে লুদুনিয়া" ১ম খন্ড , ৯ পৃষ্ঠা ]

--- সুবহানাল্লাহ ---

No comments:

Post a Comment